Wellcome to National Portal
বীজ প্রত্যয়ন এজেন্সী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০১৫

অনলাইন সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবার বর্ণনা

১)

হাইব্রিড রেজিষ্ট্রেশনের ট্রায়াল স্থাপনের তথ্যের অনলাইন সফটওয়্যার।

 

বর্ণনাঃ  গবেষণা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতসমূহ জাতীয় বীজ বোর্ড কর্তৃক নির্ধারিত ছকের মাধ্যমে বীজ প্রত্যয়ন এজেন্সীতে আবেদন করা হয়। আবেদনপত্র সমূহ যাচাই বাছাইপূর্বক এসসিএ’র ৬টি অঞ্চলে ১২টি স্থানে (অন ষ্টেশন ও অন ফার্ম) আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসারের তত্ত্বাবধানে ট্রায়াল বাসত্মবায়ন করা হয়। এসসিএ’র অনুমোদিত মাঠ মূল্যায়ণ দল ট্রায়ালগুলি মূল্যায়নপূর্বক প্রতিবেদন সদর দপ্তরে প্রেরণ করেন এবং প্রেরিত প্রতিবেদনসমূহ সংকলিত করে কারিগরী কমিটিতে উপস্থাপন করা হয়। কারিগরী কমিটির সুপারিশের ভিত্তিতে হাইব্রিড জাতসমূহ জাতীয় বীজ বোর্ডের মাধ্যমে নিবন্ধনের জন্য অনুমোদিত হয়। এই সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে আবেদনকারীরা তাদের প্রেরিত হাইব্রিড জাতসমূহের ট্রায়াল স্থাপনের কার্যক্রম সম্পর্কে  জানতে পারবে। সফটওয়্যারটি ব্যবহারের জন্য বীজ প্রত্যয়ন এজেন্সী ওয়েবসাইটে আভ্যন্তরীণ ই-সেবায় হাইব্রিড রেজিষ্ট্রেশণের ট্রায়াল স্থাপন -এ ক্লিক করুন ।